Ayurvedic treatment of arthritis in Bengali বাত রোগের লক্ষণ ও ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে বাত রোগের সমাধান সম্পর্কে আলোচিত হইল।
বাত রোগের আয়ুর্বেদিক চিকিৎসা (arthritis in Bengali)
কারণ– যকৃতের দোষে,ঠান্ডা লাগা,ঠান্ডা জিনিস খাওয়া প্রভৃতি কারণে এই রোগ হয়।
- লক্ষণ– প্রথমেই গাটগুলি লাল ও বেদনা যুক্ত হয়ে জ্বর হয়।
- তাছাড়া ঘাম, কোষ্ঠকাঠিন্য, মাথায় যন্ত্রণা, তৃষ্ণা, প্রলাপ, হার্টের গোলযোগ।
প্রভৃতি এই রোগ হলে দেখা যায়।
- চিকিৎসা– দুবেলা গরম ভাতের সঙ্গে ১ কোয়া রসুন খান।
- ১০ গ্রামের মত হরতকির গুড়ো গরম জলের সঙ্গে সকালে ও সন্ধ্যায় ১ মাস খেলেও উপকার পাওয়া যায়।
পুরনো বাত রোগের আয়ুর্বেদিক চিকিৎসা (Ayurvedic treatment of chronic arthritis)
chronic arthritis রোগের কারণ ও লক্ষণ- বাতের যে কারণ ও লক্ষণ থাকে এই পুরাতন বাতে ও সেই কারণ ও লক্ষণ দেখা যায়। তবে পার্থক্যের মধ্যে এই বাতে হাত, পা, কোমরের গাঁট গুলি শক্ত হয়ে ফুলে ওঠে।
- চিকিৎসা– ১০ গ্রাম করে আদা, রসুন, কালো জিরে ঘিতে ভেজে তা দিয়ে রোজ দুপুরে ও রাতে গরম ভাতের সঙ্গে মেখে ১ মাস খেলে পুরনো বাত ভালো হবে।
পথ্যাপথ্য– বোয়াল মাছ, চিংড়ি মাছ, হাঁসের ডিম খাবেন না আর ঠান্ডা জিনিসও খাবেন না।
আড়ষ্ট ঘাড় রোগের আয়ুর্বেদিক চিকিৎসা (Ayurvedic treatment for stiff neck disease)
- রোগের লক্ষণ– এরোগে বামদিক আক্রান্ত হয়।
- ঘাড় একদিকে স্থির হয়ে যায়।
- রোগের চিকিৎসা– ৫০ গ্রাম সরষের তেলের সঙ্গে ১০ গ্রাম নিমের ফল আগুনে ভালো করে ফুটিয়ে গরম গরম ঘাড়ে মালিশ করলে আড়ষ্ট ঘাড় সোজা হয়ে ঠিক হবে।
পথ্যাপথ্য – রোজ এক কোয়া করে রসুন গরম ভাতের সঙ্গে খেলে এই রোগে উপকার পাওয়া যায়।
Arthritis in Bengali and বাত রোগের আয়ুর্বেদিক চিকিৎসা – এর ঘরোয়া ও আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে এই নিবন্ধটি যদি কোন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।